Nobel prize and its winner

নোবেল পুরস্কার নোবেল পুরস্কারের প্রবর্তক- বিজ্ঞানী আলফ্রেড নোবেল 

    
নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় – ১৯০১ সাল থেকে

 
১৯০১ সালে প্রথম নোবেল দেওয়া হয় – ৫টি ক্ষেত্রে (পদার্থ ,রসায়ন ,চিকিৎসা,শান্তি ও সাহিত্যে ।

 
বর্তমান নোবেল প্রদান করা হয় – ৬টি ক্ষেত্রে (পদার্থ , রসায়ন , চিকিৎসা , শান্তি , সাহিত্য ও অর্থনীতি ।
       
অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় – ১৯৬৯ সাল থেকে ।
       

প্রতিবছর নোবেল পুরস্কার দেওয়া হয় – ১০ ডিসেম্বর ( আলফ্রেড নোবেলের মৃত্যু দিনে )
        

নোবেল পুরস্কারের অর্থমূল্য – ১ কোটি সুইডিশ ক্রোনা (১৩ লক্ষ ডলার 
 নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থা চারটি          1.  নোবেল কমিটি অব নরওয়েজিয়াল পার্লামেন্ট ( নরওয়ে ) – শান্তি 

         2. সুইডিশ একাডেমী – সাহিত্য

         3. রয়্যাল সুইডিশ একাডেমী অব সায়েন্স – পদার্থ , রসায়ন ও অর্থনীতি

         4. ক্যারোনিস্কো ইনস্টিটিউট (সুইডেন) – চিকিৎসা 

     নোবেল পুরস্কার প্রদান করা হয়নি – ১৯৪০,১৯৪১,১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে

 


প্রথম নোবেল বিজয়ী 


 পদার্থ – উইলহ্যাম কনরাড রন্টজেন ( জার্মানি )

·       রসায়ন – জোকেবাসভ্যাট হফ্ ( নেদারল্যান্ড )

·       চিকিৎসা – মিলফন বিহরিং ( জার্মানি )

·       সাহিত্য – সুলি প্রধোম ( ফ্রান্স )

·       শান্তি – হেনরি ডুনান্ট (সুইজারল্যান্ড) ও প্যাড্রারিক প্যাসি (ফ্রান্স)

·       অর্থনীতি ১৯৬৯ সালে (প্রথম)- রাগনার ফ্রেশ (নরওয়ে) ও জ্যান টিনবারজেন (নেদারল্যান্ড)দুইবার করে নোবেল বিজয়ী·       মাদাম কুরী (পোল্যান্ড) – পদার্থ (১৯০৩ সালে) , রসায়ন (১৯১১ সালে)

·       লিনাস পুলিং (যুক্তরাষ্ট্র) – রসায়ন (১৯৫৪ সালে) , শান্তি (১৯৬২ সালে)

·       জন বার্ডেন (যুক্তরাষ্ট্র) – পদার্থ (১৯৫৬ সালে) , পদার্থ (১৯৭২ সালে)

·       ফ্রেডারিখ সেঙ্গার (ব্রিটেন) – রসায়ন (১৯৫৮ সালে), রসায়ন (১৯৮০ সালে)
এশিয়া মহাদেশের নোবেল বিজয়ী (সাহিত্যে)

·       রবীন্দ্রনাথ ঠাকুর (ভারত) – ১৯১৩ সালে – সাহিত্যে

·       স্যামুয়েল জোসেফ এগনন (ইসারায়েল) – ১৯৬৬ সালে

·       ইয়াসুনারি কাওয়াভাটা (জাপান) – ১৯৬৮ সালে

·       কেনজাবুরোয়ে (জাপান) – ১৯৯৪ সালে

·       গাওসিং জিয়াং (চীন) – ২০০০ সালে

·       ওরহান পামুক (তুরস্ক) – ২০০৬ সালেশান্তিতে


·       লি ডাক থো (ভিয়েতনাম) – ১৯৭৩ সালে(ভিয়েতনামে বৈশ্বিক আগ্রাসনের প্রতিবাদে প্রত্যাখ্যান করেন)

·       ইসাখো সাতু (জাপান) – ১৯৭৪ সালে

·       ম্যানাহোম বেগিন (ইসরায়েল) – ১৯৭৮ সালে

·       দালাইলামা (তিব্বত) – ১৯৮৯ সালে

·       অংসাং সূচী (মায়ানমার) – ১৯৯১ সালে

·       ইয়াসির আরাফাত (ফিলিস্তিন) – ১৯৯৪ সালে

·       আইজ্যাক রবিন (ইসরায়েল) – ১৯৯৪ সালে

·       শিমন প্যারেজ (ইসরায়েল) – ১৯৯৪ সালে

·       বিশপ কার্লোস রিপিথ (ইন্দোনেশিয়া) – ১৯৯৬ সালে

·       জেমস হোর্তা (ইন্দোনেশিয়া) – ১৯৯৬ সালে

·       কিম দায়ে জং (দক্ষিণ কোরিয়া) – ২০০০ সালে

·       শিরিন এবাদী (ইরান) – ২০০৩ সালে

·       ড মোহাম্মদ ইউনুস (বাংলাদেশ)- ২০০৬ সালে

·       কৈলাশ সত্যার্থি (ভারত) – ২০১৪ সালে

·       মালালা ইউসুফজাই (পাকিস্তান) – ২০১৪ সালে

অর্থনীতিতে


·       অমর্থ্য সেন (ভারত) – ১৯৯৮ সালে
·       রবার্ট জে আমান (ইসরায়েল) – ২০০৫ সালে
·       অভিজিৎ ব্যানার্জি (ভারত) – ২০১৯ সালে


রসায়নে


·       কেনিচি ফুকুই (জাপান) – ১৯৮১ সালে

·       হিদেকি শিরাকাওয়া (জাপান) – ২০০০ সালে

·       রিয়োজি নায়েরী (জাপান)- ২০০১ সালে

·       কোইচি তানাকা (জাপান) – ২০০২ সালে

·       অ্যারেন সিবানোভর (ইসরায়েল) – ২০০৪ সালে

·       আবাহম হারসকো (ইসরায়েল) – ২০০৪ সালে

·       উসামু শিমোমুরা (জাপান) – ২০০৮ সালে

·       অ্যাডা ইয়েনাথ (ইসরায়েল) – ২০০৯ সালে

পদার্থে
·       সি ভি রমন (ভারত) – ১৯৩০ সালে

·       আবদুস সালাম (পাকিস্তান) – ১৯৭৯ সালে

·       ড্যানিয়েল সি টিসুই (চীন) – ১৯৯৮ সালে

·       ম্যাসাতোসি তোসিবা (জাপান) – ১৯৪৯ সালে

·       হিদেকি ইউকাওয়া (জাপান) – ১৯৪৯ সালে

·       শিনিচিরো তামানোগা (জাপান) – ১৯৬৫ সালে

·       মাকাতো কোবাইয়াশি (জাপান) – ২০০৮ সালে

·       তিশিহিদি মাশকাওয়া (জাপান) – ২০০৮ সালে
চিকিৎসা

·       সুসুমো তুনেগাওয়া (জাপান)- ১৯৮৭ সালে

·       এডমন্ড ফিসার (চীন) – ১৯৯২ সালে


Post a comment

0 Comments